Monday, December 31, 2012

একজন সাদিয়া



স্বপ্ন জড়ানো চোখে এখন শুধুই হাহাকার ।
অনেক স্বপ্ন ছিল, ছিল স্বপ্ন পূরনের অদম্য চেতনা । সবকিছু ঠিক ঠিক চলছিল । কিছু হলুদ সাংবাদিকতার অপপ্রচারে আজ সব কিছু ওলট পালট হয়ে গেছে । গত নয় মাস ধরে অনেক কষ্টে তার দিন পার হচ্ছে ।
তার একটাই অপরাধ সে পরিবারের বোঝা হতে চায়নি ।
পড়ালেখার পাশাপাশি ডেসটিনিতে কাজ করত । নিজের খরচ নিজেই ডেসটিনি থেকে আয় করত ।
ডেসটিনির পরিচালকদের বিরুদ্ধে কোন অভিযোগ তো নেই-ই বরং সে ঐসকল সংবাদপত্র আজীবন বয়কট করে যাবে এরকম সংকল্প নিয়েছে ।
তার দৃঢ় বিশ্বাস সবকিছু আবার আগের মত হবে । সে তার লেখাপড়া চালিয়ে যেতে পারবে । তার সকল স্বপ্ন পূরন হবে ।

No comments: