Monday, January 21, 2013

জীবনের ওপিঠ

জীবন মানে নিয়ত জ্বলে;
পুড়ে পুড়ে মৃত্যুকে নিমন্ত্রন ।
পূবাকাশে রবির উদয় বিদায়েরই বারতা ।

জীবন মানে একটা আশার;
ভালবাসার করুন মৃত্যু ।
ও ঠোঁটে হাসির রেখা, প্রেমের যবনিকা ।

জীবন মানে আমি আর তুমি;
আঙ্গুলের বাঁকে শত খুঁনসুটি ।
এসেছ, হারাবার অনুক্ষন উৎকন্ঠ অপেক্ষা ।

No comments: