Wednesday, January 16, 2013

স্বাগত তোমার এই পাশে থাকা

আমাদের পৃথিবী আজ থমকে গেছে
রঙধনু দেখিনি বহুকাল
শরতের তুলো মেঘ
আর উড়ন্ত বলাকা ।

আমাদের পৃথিবী আজ থমকে গেছে
মাঝদুপুরে বিদ্যুতের ঝিলিক
বিলের জলে শালুক
আর আষাঢ়ের অঝর ধারা ।

বেমালুম, তুমি ছিলে
এইতো পাশেই
তবুও কেন
আমাদের পৃথিবী আজ থমকে গেছে ?

তোমাকে পেয়েছি বহুকাল পরে
এসেছ কি আবার তাহলে
স্তব্ধ এ চরাচরে
বইয়ে দিতে আনন্দধারা !?


স্বাগত তোমার এই পাশে থাকা

No comments: